Tekst
লোক বলে পাপ হবে
প্রাণ বলে শুধু তুমি
একটি বার তাকাও, করনা অভিমান
মিষ্টি গলায় ডাকছে আমায়
শিশু বেলার মায়ের কন্ঠে
সন্ধ্যার লুকানায়ে
তাই গোপন আমার পেয়ার
রাত বলে, আয়রে ছুটে...
হাতের কালি দিব মুছে
এই জনমে আর হারাবো কতবার...
হারাবো তোমায় আমি... হারাবো তোমায়
হারাবো তোমায় আমি... হারাবো তোমায় গো বন্ধু
হেনা হেনা... এই জনমে হবে না বে না...
স্বপ্নে দেখি তোমায়
সোনা সোনা - লোকে বলে আমায়... তওবা তওবা
আমায় ভুলে যা...