歌词
মেঘলা দিন
তোমাকে ভেবে কেটে যায় রঙিন
ফেলে আসা ভালবাসা মলিন
তবুও মনে পরে যায়
চায়ের কাপ
তোর আমার যত স্মৃতির চাপ
হিসেব মেলানো কঠিন
যদি আবার
দেখা হয় তোমার আমার
ভুলে যেও সব অভিমান ছিলো যত ঋন
আছি আজো আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন
আমার মন খারাপের সুর
মিশে গেছে যত দূর
তুমি শুনতে কি পাও এই গান?
যাক না দিন এমন
তোমাকে ভেবে ভেবে
হয়ে যাক আজ প্রতিক্ষার অবসান
লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজানো চোখ
মুছে যাওয়া যত গল্প আজ
প্রেম হয়ে ফিরে যাক
আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট সব
শিশির হয়ে ঝরে যাক
যদি আবার
দেখা হয় তোমার আমার
ভুলে যেও সব অভিমান ছিলো যত ঋন
আছি আজো আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন